প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

‘কাজী নজরুলের কবিতা মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে’

২৭ আগস্ট ২০২৫, ৯:৫৭:২১

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এদেশের মুক্তিকামী মানুষকে যুগে যুগে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৬ আগস্ট) কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। তার কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত এদেশের মানুষের সংগ্রামে নজরুলের কবিতা-গান সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। “মানবপ্রেমে উজ্জ্বল নজরুল মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হওয়ার শিক্ষা দিয়েছেন। তার সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য