এসএ-২০ লিগের নিলামে মাহমুদউল্লাহসহ ২৩ বাংলাদেশি

ফাইল ছবি
আগামী ২৬ ডিসেম্বর থেকে পর্দা উঠবে এসএ-২০ লিগের চতুর্থ আসর। এর আগে আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে আসরের নিলাম। যেখানে দল পেতে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার।
জানা গেছে, বিশ্বের মোট ৭৮২ জন ক্রিকেটার এই নিলামে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। তবে নিলাম থেকে দলগুলো নিতে পারবে মাত্র ৮৪ জনকে, অর্থাৎ প্রায় ৯০% ক্রিকেটার সুযোগ পাবে না।
বাংলাদেশকে নাম লিখিয়েছেন ২৩ জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। ক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য