প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

‘আমাকে এখন কেউ কাজ দেয় না’ বলেই কান্নায় ভেঙে পড়লেন বর্ষা

২৫ আগস্ট ২০২৫, ১০:৩৪:২৫

ছবি: সংগৃহীত

মডেল ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী অভিযোগ করেছেন, তিনি এখন আর কোনো কাজ পান না। কেউ তাকে কাজ দিতে চান না। কারণ, যারা তাকে কাজ দেবেন তাদেরকেই নাকি বয়কটের মুখে পড়তে হবে। এ কারণেই কাজ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি— এমন অভিযোগ করেছেন আলোচিত এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন বর্ষা। তিনি বলেন,

“আমি বারবার মাফ চেয়েছি। আপনারা কেন আমাকে ক্ষমা করছেন না? আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব, অনেক বোঝা।”

অন্য এক পোস্টে বর্ষা লিখেছেন—

“একটা মেয়ে কী থেকে কী হয়ে গেলো, একবার তাকিয়ে দেখুন তো! মাত্র ৯ মাসে আমার জীবনে কতটা পরিবর্তন এসেছে। আমি বারবার ক্ষমা চাইছি, তবুও আপনারা সেটি নিয়ে মজা নিচ্ছেন। অথচ একসময় আপনারাই আমাকে আইডল ভাবতেন। এখন আমি কোনো কাজ পাই না। আমাকে যে কাজ দেবে, তাকেও আপনারা বয়কট করবেন। তাই ভয়ে কেউ কাজ দেয় না।”

বর্ষা আরও বলেন,

“একবার আমার জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন। কী পরিস্থিতির মধ্যে আমি আছি! আর কত কষ্ট দেবেন আপনারা আমাকে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন, কিন্তু আপনারা কেন আমাকে ক্ষমা করতে পারছেন না?”

ফেসবুকে একই দিনে দেওয়া আরেকটি পোস্টে তিনি লিখেছেন,

“আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। আমার ওজন এখন মাত্র ৪০ কেজি। শরীরের অবস্থা ভালো না। কতক্ষণ টিকে থাকতে পারব জানি না। চারদিকে সবাই আমাকে ছোট করে ফেলেছে। কেউ কাজও দেয় না, সবাই বয়কট করেছে। এভাবে কতদিন আমি মানুষ হিসেবে বাঁচতে পারব? আমারও সংসার আছে, অসুস্থ বাবা-মা আছে, বাচ্চা আছে। আমাকে সবাই ক্ষমা করে দিন যদি পারেন। যে কোনো সময় আমার সাথে কিছু হয়ে যেতে পারে। আর নিতে পারছি না।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য