ইউআইটিএসে আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন অনুষদের মুট কোর্ট রুমে ‘রিভিসিটিং আর্টিকেল ৫১ এইমড গ্লোবাল কনফ্লিক্টস: ইনসাইটস ফ্রম গাজা অ্যান্ড ইউক্রেন ফর সিকিউরিটি কাউন্সেল রিফর্ম’ আন্তর্জাতিক আইন বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টায় এ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানে আসার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন। পরে ইউআইটিএস-এর উপাচার্য এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া তার কার্যালয়ে অতিথিকে আপ্যায়ন করেন। সেখানে উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে গঠনমূলক একাডেমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল রানা মূল বক্তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও একাডেমিক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বিশ্বশান্তি ও স্থিতিশীলতাকে আন্তর্জাতিক সম্পর্কের মূলভিত্তি হিসেবে গুরুত্বারোপ করে বক্তব্য শুরু করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শান্তিপূর্ণ ও বলপ্রয়োগমূলক প্রয়োগ পদ্ধতি, জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদের পরিধি ও অপব্যবহার, এবং নিরাপত্তা পরিষদ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তা যেমন ভেটো ক্ষমতার সীমাবদ্ধতা ও সদস্য সংখ্যা বৃদ্ধির প্রস্তাবনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
প্রধান অতিথি হিসেবে ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সেমিনারের সম্মানিত মূল বক্তা অধ্যাপক ড. নসরুল্লাহ’র জ্ঞানগর্ভ আলোচনার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় উক্ত গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য আইন অনুষদের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে ইউআইটিএস আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সক্রিয় একাডেমিক গবেষণামূলক আলোচনায় অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সেমিনারের সমাপ্তি বক্তব্যে উক্ত সেমিনারের সভাপতি আইন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক আইন ও ভূরাজনীতির এই ধরনের আলোচনার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক ফাইজা ইবনাত। উক্ত সেমিনারটি সফল করে তোলার জন্য আয়োজক কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন প্রভাষক ফরিয়াল হক বাধন এবং প্রভাষক মো. রাহুল হাসান জয়।
ইউআইটিএস আইন অনুষদ ভবিষ্যতে আবারও অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহকে আমন্ত্রণ জানানোর প্রত্যাশা ব্যক্ত করছে যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক আইন বিষয়ে তার প্রজ্ঞা ও দিকনির্দেশনা থেকে আরও সমৃদ্ধ হতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য