ভারতকে সতর্ক করলেন নিকি হ্যালি

ছবি: সংগৃহীত
এবার রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নিকি হ্যালি। রোববার (২৪ আগস্ট) তিনি বলেন, এ বিষয়ে আলোচনার জন্য দ্রুতই নয়াদিল্লিকে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসা উচিত। তার মতে, দশকের পর দশক ধরে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই শুল্ক আরোপ নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসান ঘটাতে পারে। খবরএনডিটিভি
এক্স পোস্টে নিকি বলেন, ‘রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়ে ট্রাম্পের আপত্তিকে নয়াদিল্লির সতর্কতার সঙ্গে দেখা উচিত এবং এ বিষয়ে সমাধানের জন্য হোয়াইট হাউজের সঙ্গে আলোচনায় বসা উচিত। কয়েক দশকের বন্ধুত্ব এবং ভালো সম্পর্ক দুই বড় গণতান্ত্রিক দেশের বর্তমান টারবুলেন্স অবস্থাকে সমাধানের দিকে নিয়ে যেতে পারে। বাণিজ্যিক মতবিরোধ এবং রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে কঠোর আলোচনার বিকল্প নেই।’
তিনি আরও বলেন, চীনের ঘনিষ্ঠ হওয়ার জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের ভাগ করা লক্ষ্য ভুলে যাওয়া উচিত নয়। চীনকে মোকাবিলা করার জন্য ভারতের মতো বন্ধু আমাদের প্রয়োজন।
এর আগে নিউজউইকে প্রকাশিত একটি মতামতধর্মী লেখায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি সতর্ক করেছিলেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। তিনি বলেন, চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ করতে চাইলে যুক্তরাষ্ট্রের জন্য এই সম্পর্ক পুনরায় সঠিক পথে ফেরানো অত্যন্ত জরুরি।
তার মতে, ভারতকে কখনোই চীনের মতো প্রতিপক্ষ হিসেবে দেখা উচিত নয়, আর শুল্ক সংক্রান্ত সমস্যা বা ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা যেন বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের মধ্যে বিভেদ তৈরি না করে, সেদিকে ট্রাম্প প্রশাসনকে খেয়াল রাখতে হবে
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য