শনিবার ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ

খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতিত: লুৎফুজ্জামান বাবর

২৩ আগস্ট, ২০২৫ ১২:১৯:৫০
ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে খালেদা জিয়ার এক ছেলে মৃত্যুবরণ করেছেন, আরেক ছেলে তারেক রহমান এখনো লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। স্থানীয় বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবর বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কখনো আপস করা হবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কঠিন পথ অতিক্রম করতে হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “দলকে যারা ভালোবাসেন, তাদের কেন্দ্রের নির্দেশনা মেনে চলতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে।”

নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাঁকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দিয়েছিল। তবে নেতাকর্মীদের দোয়া, নামাজ, রোজা ও ভালোবাসার কারণে তিনি মুক্তি পেয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, “দীর্ঘ প্রায় ১৮ বছর আন্দোলনের মধ্যে টিকে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী খালেদা জিয়া।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি প্রান্তে দলকে সুসংগঠিত করেছেন, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বিএনপিকে শক্তিশালী করেছে।

উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার রাতে নিজের নির্বাচনী এলাকা মোহনগঞ্জে এসে তিনি মতবিনিময় সভায় যোগ দেন। পরদিন শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা শেষে দুপুরে খালিয়াজুরী যান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad