প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ফাহিমের 

২২ আগস্ট ২০২৫, ১১:১৫:০৪

ছবি: সংগৃহীত

এবার যশোর সদর উপজেলায় সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সিরাজসিঙ্গা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাইম হোসেন (১২) ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে। সে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘরে খাটে ঘুমিয়ে ছিল মামুন। এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে প্রথমে কবিরাজের কাছে নেওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত মামুনের চাচা শাহাজান হোসেন বলেন, রাত ৩টার দিকে আমার ভাতিজা চিৎকার করে উঠলে আমরা ছুটে আসি। এসে দেখি সে কান্নাকাটি করছে। সে বলছে আমার কিছু একটা কামড়াইছে, খুব জ্বলছে। আমরা ভাবলাম বিষধর কোনো পোকা কামড়াইছে। পরে অবস্থা খারাপ দেখে তাকে যশোর সদরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad