ওমরাহযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু

বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ‘নুসুক ওমরাহ’ সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ সেবার মাধ্যমে যাত্রীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা বুকিং করতে পারবেন। বুধবার বিদেশি ওমরাহযাত্রীদের জন্য এই সেবা চালু করা হয়। বিদেশি ওমরাযাত্রীদের সেবার মান উন্নত করা এবং যাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘নুসুক ওমরাহ’ বর্তমান অনুমোদিত এজেন্টদের বিকল্প হিসেবে নতুন একটি সুযোগ দিচ্ছে। এই সেবায় যাত্রীরা সমন্বিত প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন অথবা আলাদা আলাদা সেবা যেমন ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুর বুক করতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে সহজবোধ্য ইন্টারফেস রয়েছে, যা সাতটি ভাষায় সাপোর্ট করে। এর মাধ্যমে সরকারি সিস্টেমের সঙ্গে সমন্বিত এবং যাত্রীরা বিভিন্ন পেমেন্ট অপশনের মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন।
সেবাটির উদ্বোধন সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের অংশ, যেখানে অধিকসংখ্যক হাজি-ওমরাহযাত্রীকে আমন্ত্রণ জানানো এবং তাদের জন্য উন্নত, আরামদায়ক ও মানসম্মত সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সূত্র : সৌদি গেজেট
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য