ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতোমধ্যেই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হবে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অতীতে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটায় এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে পর্যাপ্ত জনবল না থাকায় তা ভাঙা হয়নি। জনভোগান্তি কমাতে স্থানীয় সরকার পুনর্গঠন করে আগে নির্বাচন দেওয়ার চেষ্টা থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় তা সম্ভব হয়নি। বাজেট বৈষম্য নিরসনেও সরকার কাজ করেছে বলে জানান তিনি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিস্মম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যা সমাধানে দুটি বাস প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য