বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৮ অপরাহ্ণ

ভারতে পালানো আওয়ামী মন্ত্রী-এমপির বেশিরভাগ আছেন কলকাতার অভিজাত এলাকায়

২০ আগস্ট, ২০২৫ ১১:৪৬:১৩
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের অনেক মন্ত্রী-এমপি ভারতে পালাতে বাধ্য হন। যারা পালিয়েছেন এবং ভারতে গেছেন তাদের বেশিরভাগ এখন কলকাতার অভিজাত এলাকা নিউ টাউনে আছেন। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

সংবাদমাধ্যমটির সঙ্গে কয়েকজন সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এম আরাফাত কথা বলেছেন। ঢাকার এক তরুণ এমপি জানিয়েছেন, তিনি দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করেছেন। কক্সবাজারের সাবেক পলাতক এক এমপি জানিয়েছেন, তিনি ও আরেক এমপি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন। তারা নিয়মিত নামাজ আদায়, জিম করছেন। আবার কাজের লোক না আসলে প্রায়ই নিজেদের রান্না করে খেতে হয় বলেও জানান তিনি।

পলাতক এসব মন্ত্রী ও এমপি ও আওয়ামী নেতারা কলকাতার নিউটাউনে আছেন উল্লেখ করে সংবাদমাধ্যটি বলেছে, ‘যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন। এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর। শহরটির রাস্তাঘাট প্রশস্ত, সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়, শহরে শপিং মল, জিম আছে। এছাড়া এটি কলকাতার নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। যা পলাতক আওয়ামী নেতাকর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে।

নিউ টাউনে একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তার বাসাতেই আওয়ামী নেতারা প্রায়ই জড়ো হন। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় তারা অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হন। তারসঙ্গে প্রতি সপ্তাহে কামাল দিল্লিতে যান। সেখানে দলীয় ও ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন তিনি।

সূত্র: দ্য প্রিন্ট

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD