মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা

ছবি প্রতিনিধি, সংবাদবেলা
শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষনের দায়ে আজিজ মিস্টান্ন ভান্ডারকে এক লক্ষ ও একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার(২০ আগষ্ট) বেনাপোল পৌর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় তিনি বলেন নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বেনাপোল বাজারে আজিজ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় একলক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রয়ের জন্য একটি ফার্মিসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর রাশেদা বেগম,বেনাপোল পোর্ট থানার এসআই মিলন হোসেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য