ব্যাট বলে লাগেনি, তবু ৬ রান!
ছবি: সংগৃহীত
ক্রিকেটে বৈধ বল থেকে একজন ব্যাটার ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ৬ রান নিতে পারেন, কিন্তু ব্যাটে বল না লাগিয়েও কি ৬ রান তোলা সম্ভব? এমন অসম্ভব কাজই এবার সম্ভব হয়েছে একটি ম্যাচে। এই অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড কেটলবোরো।
ভিডিওতে দেখা যাচ্ছে, অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের বল পুল করার চেষ্টা করছেন ব্যাটার, কিন্তু ব্যাটে বল লাগেনি। বল চলে যায় উইকেটরক্ষকের কাছে, আর তখনই দুই ব্যাটার দ্রুত দৌড় শুরু করেন। এক রান নিয়ে তারা সফল হন। উইকেটরক্ষক বল থ্রু করেন রান আউটের চেষ্টা করতে, কিন্তু উইকেট ভাঙলেও ব্যাটারদের কেউ আউট হননি।
এরপর রানটি পূর্ণ হওয়ার পর, বল পিচের মধ্যে পড়ে থাকে, কিন্তু ফিল্ডিং দল কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আবার দৌড়ে এক রান নেয়া হয়। এরপর বোলার বল তুলে থ্রু করেন নন স্ট্রাইকার প্রান্তে, কিন্তু বল উইকেটে না লাগায় আবারও ব্যাটাররা আউট হননি।
এভাবেই চলতে থাকে। বল লং অফে চলে যাওয়ার পর ব্যাটাররা আরও এক রান নিয়ে নেন। ফিল্ডাররা বল তুলে উইকেট মারলেও কোনো রান আউট হয়নি। সেই সুযোগে, ব্যাটাররা চতুর্থ রানও নিয়ে নেন। এরপর, পঞ্চম রানও নিতে তারা সফল হন, এবং অবশেষে সবচেয়ে মজার ঘটনা ঘটে।
নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার ষষ্ঠ রান নেয়ার জন্য দৌড় শুরু করেন। অন্য প্রান্তে অবস্থানরত তার সতীর্থও তাকে অনুসরণ করে দৌড়তে শুরু করেন। উইকেটরক্ষক আবারও বল থ্রু করেন, তবে উইকেটে না লাগায় ব্যাটাররা আবারও নিরাপদে থাকেন। মোট ৪ বার রান আউটের সুযোগ হাতছাড়া করে ফিল্ডাররা। আর, ব্যাটে-বলে না হলেও দৌড়ে ৬ রান নিয়ে নেয় দুই ব্যাটার।
এই ভিডিও শেয়ার করে কেটলবোরো লিখেছেন,‘ক্রিকেটের ইতিহাসে প্রথমবার, এক বল থেকে ৬ রান! চারবার রান আউটের সুযোগ নষ্ট হল অথচ ব্যাটে-বলে কোনো সংযোগ হয়নি!’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য