ইবির সম্পদ রক্ষণাবেক্ষণে ‘অ্যাসেট টেক’ সল্যুশন ব্যবহারের প্রস্তাব
ছবি প্রতিনিধি, সংবাদবেলা
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি নির্ভর সল্যুশন ‘অ্যাসেট টেক’ প্রস্তাব করেছে টেক কোম্পানি ইথারটেক। এই সল্যুশনটি বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ, চুরি বা অযথা ক্ষতি হ্রাস এবং সঠিক সময়ে মেইনটেন্যান্স করবে।সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তারা এ সল্যুশন উপস্থাপন করে।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, আইসিটি সেলের পরিচালক শাহাজান আলী, বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রেজেন্টেশনে ইথারটেক কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের স্থায়ী ও অস্থায়ী সম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে তাদের সল্যুশন কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে চলমান নির্মাণকাজে আসা উপকরণ, বিশ্ববিদ্যালয়ে ক্রয়কৃত চেয়ার-টেবিলসহ সব ধরনের সম্পদ কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে এসব তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ রাখা সম্ভব হবে।
অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব। তিনি বলেন, “আমাদের সল্যুশনটির নাম অ্যাসেট টেক। এটি একটি আরএফআইডি স্টিকার ও স্ক্যানারের সমন্বয়ে তৈরি ইন্টিগ্রেটেড সল্যুশন। কোনো সম্পদ হারানো, স্থানচ্যুত হওয়া বা অননুমোদিতভাবে ব্যবহৃত হলে প্রশাসন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে। এতে সিকিউরিটি স্টাফরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে এবং প্রশাসনও নিবিড়ভাবে মনিটর করতে পারবে।”
এ সময় ইথারটেকের পক্ষ থেকে জানানো হয়, সেবাটি বিশ্ববিদ্যালয় চাইলে এককালীন সুবিধা হিসেবে নিতে পারবে অথবা সাবস্ক্রিপশনভিত্তিক চুক্তি অনুযায়ী দুই মাস বা ছয় মাস মেয়াদে নিতে পারবে।
প্রেজেন্টেশন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর জন্য সিসিটিভি ক্যামেরার সাথে এই অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমকে যুক্ত করতে পারি তাহলে স্মার্ট ক্যাম্পাস তৈরি করার আমাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়নে আমরা এক ধাপ অগ্রসর হবো।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য