এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর নাই: আরশ খান
ছবি: সংগৃহীত
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করায় অভিনেতা আরশ খানকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ তকমা দিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। এই ঘটনায় আরশ খান নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।
আরশ তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “গত বছর এক দলের কর্মীরা অনলাইনে আমাকে প্রচণ্ড উত্যক্ত করেছে। আর এই বছর জুতা দিয়ে বরণ করলো আরেক দল। সম্পর্ক বদলে গেলো একটি পলকে।”
স্ট্যাটাসে আরশ খান নিজের বেড়ে ওঠা, শিক্ষা জীবন ও রাজনৈতিক পরিবেশের প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি লেখেন, “১৯৯৩ সালের ফেব্রুয়ারীর ২ তারিখ আমার জন্ম। স্কুল জীবনে জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়া হলো যেন সরকারি চাকরি পাওয়া যায় সহজে। এরপর শিখলাম সম্পর্ক, ধর্ম, ইতিহাস। কিন্তু আমার শিক্ষা জীবনের ২৩ বছরে দেখলাম শুধু বদলাচ্ছে সরকার, বদলাচ্ছে বই, বদলাচ্ছে ইতিহাস। আমার দেশে ইতিহাস না জানার দায় শুধু আমার নয়, দায় শিক্ষা বোর্ড, দায় স্কুল-কলেজ-ইউনিভার্সিটির।”
আরশ আরও উল্লেখ করেন, “আমাদের দেশে স্থানের নাম পরিবর্তন করতে করতে হাজার কোটি টাকা খরচ হয়ে যায়। ক্ষমতায় থাকলে সবাই ভালো, ক্ষমতার বাইরে গেলে খারাপ। এভাবেই আমাদের জীবন ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে।”
গত বছর শিক্ষার্থীদের পক্ষে সরব থাকায় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা উত্যক্ত করেছেন উল্লেখ করে আরশ লিখেছেন, গত বছর এক দলের কর্মীরা অনলাইনে আমাকে প্রচণ্ড উত্যক্ত করেছে। আর এই বছর জুতা দিয়ে বরণ করলো আরেক দল। সম্পর্ক বদলে গেলো একটি পলকে।
সবশেষ এ অভিনেতা তরুণ প্রজন্মের প্রতি এক ধরনের হতাশাও প্রকাশ করেন। তাদের উদ্দেশে তিনি লিখেছেন—“আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও। নিজের মতো জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য