শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ

ডাকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৪৪২ প্রার্থী, মোট ৫৬৫

১৯ আগস্ট, ২০২৫ ১২:০৬:৩৯
ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আজ সোমবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৪২ জন। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান, ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ টি।

প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ৭ দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং হল সংসদে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ১২২৬ জন । তাঁদের মধ্যে ভিপি, জিএস, এজিএস, সম্পাদক এবং সদস্য পদে কতজন তা এখনো নির্ণয় করা হয়নি।

হল সংসদে কোন হল থেকে কতজন মনোনয়ন নিয়েছে : সলিমুল্লাহ মুসলিম হল থেকে ৭১ টি; শহিদুল্লাহ হল থেকে ৯৭ টি; জগন্নাথ হল থেকে ৬৬ টি; ফজলুল হক মুসলিম হল ৭৮ টি ; শহীদ সার্জেন্ট জহুরুলহক হল থেকে ৯৩ টি; রোকেয়া হল থেকে ৪৬ টি; মাস্টার দা সূর্যসেন হল থেকে ৯০ টি; হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ৭৪; শামসুন নাহার হল থেকে ৩৭টি; কবি জসীম উদ্দীন হল থেকে ৭৪ টি; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৮৭টি; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ৬৯টি; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ২৯টি; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে ৩০টি; অমর একুশে হল থেকে ৮৪ টি; কবি সুফিয়া কামাল হল থেকে ৪০ টি; বিজয় একাত্তর হল থেকে ৮৮ টি; স্যার এ এফ রহমান হল থেকে ৭৩ টি।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট।

নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD