শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

‘প্রিয় অনুজ, আমার ছবিটা বড় প্রিন্ট করে জুতা নিক্ষেপ করো’

১৬ আগস্ট, ২০২৫ ৩:৫৫:৩৪
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার গত বছর জুলাই গণঅভুত্থ্যানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডেও ভক্তমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একদল ভক্তের রোষানলে পড়েছেন এই তারকা।

যেখানে তিনি বিখ্যাত কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু লাইন শেয়ার করেন, ‘‘সে যখন বললো, ‘ভাইসব।’ অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।’’

একই পোস্টে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে খায়রুল বাসার শেয়ার করেন আরেক প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ শীর্ষক কবিতাটি, ‘‘শত বছরের শত সংগ্রাম শেষে / রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে / অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন / তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল / হৃদয়ে লাগিল দোলা / জনসমুদ্রে জাগিল জোয়ার / সকল দুয়ার খোলা / কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর-কবিতাখানি / ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’/ সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’’

অভিনেতার এই পোস্টই ভালোভাবে নেয়নি একদল ভক্ত-সমর্থক। এই ঘটনায় খায়রুল বাসারসহ কয়েকজন তারকার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেছেন, ‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন আপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?’

ব্যক্তিজীবনে খায়রুল বাসার নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে কারণে অনুজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না! তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা…’।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD