সাঈদীকে স্মরণ করে আজহারীর ফেসবুক স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী। তিনি লেখেন, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজের ফেরিফায়েড ফেসবুকে পেজে এ কথা লেখেন।
আজ ১৪ আগস্ট। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এদিনে, রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান।
তবে সাঈদীকে সম্পূর্ণ নির্দোষ উল্লেখ করে তাকে চিকিৎসার মাধ্যমে হত্যার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সাবেক এমপি ও আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। হাসপাতালে সাঈদীর চিকিৎসার দায়িত্বে থাকা সেই চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়।
জামায়াতের আমির অভিযোগ করেন, হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনি এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতেও দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদী জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখ লাখ তৌহিদী জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন।
আজ ফেসবুকে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’
তার পোস্টের মন্তব্যে ঘরে ফেসবুক ব্যবহারকারীরা আমিন লেখেন। মো. সোলাইমান কবির মাসুম লেখেন, ‘শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন কর্ম ও কুরআনের তাফসির দুনিয়ার উনার যে বিচরণ তা নিয়ে সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা যত বেশি আয়োজন হবে ততই প্রজন্ম হতে প্রজন্ম উনার জীবন ও কর্ম নিয়ে জানতে পারবে, যা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি।’ রিয়াদ আহসান রানা লেখেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে সন্মানিত করুন-আমিন।যারা আল্লামাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের হেদায়েত দান করুন, হেদায়েত নসিবে না থাকলে জাহান্নামের অন্ধকার প্রকোষ্ঠে নিমজ্জিত করুন।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য