১৯ বছর পর ফিরে আসছে ‘নতুন কুঁড়ি’
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৯ বছর পর জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় বিটিভি।
মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে শুরু হওয়া এই রিয়েলিটি শো ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হয়। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের প্রতিভা খুঁজে বের করাই ছিল এর মূল লক্ষ্য। এই মঞ্চ থেকে অনেক পরিচিত শিল্পী ও বিনোদন ব্যক্তিত্ব তাদের ক্যারিয়ার শুরু করেছেন।
ঘোষণার পরই ‘নতুন কুঁড়ি’র ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতি অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা নতুন ফরম্যাট সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য জানায়নি বিটিভি।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’ প্রথম প্রচারিত হয় ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে। স্বাধীনতার পর বিটিভিতে পুনরায় চালু হয়ে এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা শিল্পীদের মধ্যে রয়েছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম, আজাদ রহমান শাকিল, সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনী।
২০০৬ সালে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি টেলিভিশনের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০২০ সালে এটি পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও, কোভিড-১৯ মহামারির কারণে তা বাস্তবায়িত হয়নি।
দীর্ঘ বিরতির পরও ‘নতুন কুঁড়ি’ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে, আর এর প্রত্যাবর্তনের খবরে দর্শকরা আবারও উচ্ছ্বাসে ভাসছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য