শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ আগস্ট, ২০২৫ ৮:৩৩:০৬
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার বিষয়ে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এ সময় নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে। একই সিস্টেমে নির্বাচন হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।”

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয় কেআইবিতে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরে হবে। মিডিয়ার সম্পাদকরা মানুষকে ধোঁকা দিচ্ছেন। আগে গণমাধ্যম ছিল হাসিনা মাধ্যম, এখন তারা নতুন বন্দিশালায়। বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর করে নিউজ করানো হচ্ছে।” তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, “তরুণদের বিকল্প মিডিয়া তৈরি করতে হবে।”

নাসীরুদ্দীন গোয়েন্দা সংস্থার সমালোচনা করে বলেন, “ডিজিএফআইয়ের কাজ মানুষকে ভীতি প্রদর্শন। আমরা আয়নাঘর ভেঙেছি, প্রয়োজনে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভাঙব।” তিনি বেকার তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে বলেন, “দালাল ব্যবসায়ী শ্রেণি তৈরি হয়েছে। চাকরির দাবিতে আন্দোলন হলেও তা পূরণ না হলে নির্বাচনের কী প্রয়োজন?”

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচন হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “শেখ হাসিনার বিচারের পরই নির্বাচনের তারিখ ঘোষণা শোভনীয় হবে।” তিনি আরও উল্লেখ করেন, “জুলাইযোদ্ধাদের ক্রিমিনালাইজেশন করা হচ্ছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD