প্রেমের কথা স্বীকার করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
ফাইল ছবি
দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয় জয়া আহসান। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন কেবল নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকলেও সম্প্রতি ভেঙেছেন সেই নীরবতা।
কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-এ দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পাশাপাশি উঠে এসেছে তার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ। সেখানেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন জয়া।
জীবনে বিশেষ কেউ আছেন কি না—এমন প্রশ্নে জয়া বলেন,
“হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।”
তিনি জানান, সেই ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে এটি সচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত ছিল না, হয়ে গেছে।
জয়ার ভাষায়,
“আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি—আমরা সেটাই হয়েছি। সে আমার অনেক কিছু সহ্য করে। আমি অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি—এসব কিছুই সে বুঝে নেয়, আমাকে সমর্থন করে। আমরা দুজনেই খুব প্রাইভেট, নিজেদের মতো থাকার চেষ্টা করি।”
সঙ্গীর কোন গুণটি তার সবচেয়ে পছন্দ? জয়ার উত্তর,
“সে অনেক শান্ত।”
সঞ্চালক বললেন, “আপনিও তো শান্ত।”
হেসে জয়া বললেন, “হ্যাঁ, হয়তো সে জন্যই পছন্দ করেছি।”
বিয়ে প্রসঙ্গে তিনি জানান,
“এখনই কিছু বলতে পারছি না। খুব শিগগির বিয়ে করার ইচ্ছা হবে কি না, তাও জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনও সিদ্ধান্ত নেইনি।”
বিয়ে নিয়ে তার ভীতি আছে বলেও স্বীকার করেন জয়া।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শক মাতানোর পর, জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য