১২ হাজার টাকার বাসায় বিসিবি সভাপতির থাকা নিয়ে দুঃখ প্রকাশ ইমরুলের
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মাত্র ১২ হাজার টাকার ভাড়ায় বাসায় থাকছেন সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতির এমন জীবনযাপন নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয়েছে ক্রিকেটপাড়ায়।
এমন খবর অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। বিশেষ করে যখন বিষয়টি সামনে এসেছে, তখন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসের কাছেও এটি বিস্ময়ের সৃষ্টি করেছে। নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে তিনি বলেন,‘এটা আমার কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না। একজন ব্যক্তি, যে নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন তাকে যদি এমন একটি বাসায় থাকতে হয়, তবে সেটা কতটা যুক্তিসংগত প্রশ্ন থেকে যায়।’
নিজের ফেসবুক পেজ থেকে করা পোস্টে ইমরুল কায়েস আরও বলেন,‘আমার জানা মতে, বিসিবি শুরুতে তাকে ভালো মানের একটি থাকার ব্যবস্থা দিয়েছিল। কিন্তু কিছু মানুষের অবান্তর মন্তব্য ও দুষ্টচক্রের কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়। আমরা দেখতে পাই, বিসিবি বিদেশি কোচ এবং স্টাফদের পিছনে কোটি টাকা খরচ করছে অথচ একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতিকে ১২ হাজার টাকার বাসায় রাখা হচ্ছে। আমরা যদি ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন না করতে পারি অন্তত তার মেধাকে তো মূল্যায়ন করা উচিত।’
শেষে দুঃখ প্রকাশ করে ইমরুল কায়েস লিখেছেন,‘কখন আমরা শিখব সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে? কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে কাজ করা মানুষদের পাশে দাঁড়াব?’
জানা গেছে, বুলবুল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কাছে তার এক আত্মীয়ের বাসার পাশে দুই রুমের একটি বাসা ভাড়া নিয়েছেন। তবে এ বিষয়ে বুলবুল নিজে কোনও মন্তব্য করতে চাননি। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি এক সংবাদমাধ্যমকে জানান,‘এটা কোনো বড় খবর নয়, আমি কোথায় থাকলাম, কত টাকায় ভাড়া বাসা নিলাম, এটা নিয়ে কথা বলতে চাই না।’
প্রসঙ্গত, গত মে মাসে ফারুক আহমেদ দায়িত্ব ছাড়ার পর বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। নির্বাচনের আগে তিনি বিসিবির অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্বে আছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য