প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

জেল থেকে বের হয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ নেত্রী রিয়া

৭ আগস্ট ২০২৫, ১২:৫৫:০৬

ফাইল ছবি

জেল থেকে বের হয়ে ফের আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন দলটির বিতর্কিত নেত্রী জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া।

চাঁদাবাজি মামলায় জেল খাটা, ও মাদক পাচারের মামলা থাকা স্বত্তেও এখনো বিভিন্ন থানা ও পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন আলোচিত ও বিতর্কিত এই আওয়ামী লীগ নেত্রী।

জানা যায়, এর আগে চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন এই নেত্রী।

মামলা সূত্রে জানা যায়, নিজ দলে ভিড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদির কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু না পেয়ে দুদিন পর ১২ মে ভোর ৫টার সময় একটি লোহার স্টিক দিয়ে তার উপর হামলা চালায়। মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরও দুজনকে আসামি করা হয়। এদিকে রিয়া গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার পক্ষে আইনজীবীদের কেউ জামিন শুনানিতে অংশ নিতে পারে শুনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনজীবীকে তার পক্ষে দাড়ায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়াও, তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে স্বর্ণালী জোয়ার্দার রিয়ার বিরুদ্ধে। নিজস্ব প্রাইভেট কার যোগে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে আনা ২০ কেজি গাঁজা রাজধানীর যাত্রাবাড়ীতে আটক করা হয়। ওই মামলার অন্যতম আসামিও রিয়া।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য