প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

৭ আগস্ট ২০২৫, ১০:৪১:৩৩

ছবি: সংগৃহীত

ওমরাহ হজ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ -এর অভিনেত্রী লামিমা লাম। সম্প্রতি তিনি সৌদি আরবের মক্কায় গিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বুধবার (৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কার কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে হাজিদের পোষাকে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

ছবির ক্যাপশনে লামিমা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি ওমরাহ করতে পেরেছি। এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। সবার দোয়া চাই।

লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশাআল্লাহ’।

‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান লামিমা। ছোট পর্দার এই অভিনেত্রী মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য