আল-আকসায় ঢুকতে পারবেন না জেরুজালেমের গ্র্যান্ড মুফতি, নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

৭ আগস্ট ২০২৫, ১২:৪৯:৫২

ছবি: সংগৃহীত

এবার জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আল-আকসা মসজিদে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, জেরুজালেম এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আল-আকসা মসজিদে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি লঙ্ঘন করে অতি-ডানপন্থি ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়ে সেখানে নামাজ পড়ার কয়েকদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আল জাজিরা বলেছে, গাজায় অনাহারের নিন্দা জানিয়ে খুতবা দেয়ায় শেখ হুসেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনজীবী খালদুন নাজমের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, হুসেনের ওপর এই নিষেধাজ্ঞা তার আট দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর জারি করা হয়েছে।

সর্বশেষ এই নিষেধাজ্ঞা জারি হলো শুক্রবারের খুতবা দেয়ার পর, যেখানে মুফতি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অনাহারের নীতির নিন্দা জানিয়েছিলেন। গত সপ্তাহে হুসেনকে মসজিদ থেকে প্রাথমিকভাবে আট দিনের বহিষ্কারের আদেশ দেয়া হয়। এখন এই আদেশ ছয় মাসের জন্য বাড়ানো হলো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য