‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ জনতা ব্যাংকের অংশগ্রহণ

ছবি: সংগৃহীত
৫ আগস্ট জাতীয় গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় সরকারি-বেসরকারি ব্যাংকসমূহ অংশগ্রহণ করে।
এদিন দুপুর ১টায় জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিজয় সরণিতে নভোথিয়েটারের সামনে সমবেত হন।
পরে র্যালি নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে মানিক মিয়া এভিনিউতে উৎসবে যোগ দেন। এ সময় সকল রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসহ বেসরকারি ও বিশেষায়িত ব্যাংকের নির্বাহী-কর্মকতাবৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য