পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার হারসিল এলাকায় প্রবল বন্যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে গেছে। এতে এখন পর্যন্ত ১১ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আকস্মিক এই দুর্যোগের ঘটনা ঘটে। মেঘ ফেটে পড়ার (ক্লাউডব্রাস্ট) ফলে খীর গঙ্গা নদীর উজানে সৃষ্টি হয় প্রবল বন্যা, যা ধেয়ে আসে হারসিলের ধারালি গ্রামের দিকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আকস্মিকভাবে বৃষ্টি শুরু হয়। এরপর প্রচণ্ড স্রোতে সেনা ক্যাম্পসহ আশপাশের কয়েকটি বাড়ি ও হোটেল ভেসে যায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫০ জন, যাদের মধ্যে সেনা সদস্য ছাড়াও স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা রয়েছেন।
উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সেনা ক্যাম্পে থাকা ১১ জন জওয়ানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড স্রোতে ক্যাম্পটি সম্পূর্ণ ভেসে গেছে। সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না।
রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ ও দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, “উদ্ধারকাজ যুদ্ধকালীন প্রস্তুতিতে পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী ও প্রশাসনের সব ইউনিট একযোগে কাজ করছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্গত এলাকায় অতিরিক্ত সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে, উত্তরাখণ্ড রাজ্যের বিভিন্ন এলাকায় আরও বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের আবহাওয়া অধিদপ্তর (IMD) ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। গত কয়েকদিন ধরেই পাহাড়ি এলাকায় টানা ভারী বর্ষণে ভূমিধস ও বন্যার ঝুঁকি বেড়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে দেশজুড়ে। নিখোঁজ সেনাদের জীবিত উদ্ধারে জোরালো চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় মানুষ ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য