চালকের ঘুমেই চিরঘুমে যায় একই পরিবারের ৭ জন, বেঁচে গেলেন চালক

ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে ঢাকা থেকে ওমানফেরত এক প্রবাসীকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাটি ঘটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায়, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে। নিহতদের সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা সবাই একই পরিবারের সদস্য।
নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তারা ঢাকা বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের খালে পড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালকসহ চারজন বের হয়ে আসতে পারলেও মাইক্রোবাসের পেছনের সিটে থাকা সাতজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, চালকের ঘুম থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে ওমান থেকে দেশে ফেরেন বাহার উদ্দিন। পরিবারের সদস্যরা তাকে নিতে ঢাকা যান এবং রাতেই মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোরে আলাইয়াপুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। চালকের এক মুহূর্তের ঘুম সাতজনের জীবন কেড়ে নেয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য চালকের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য