প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর এবার মুখ খুললেন বুবলী

৬ আগস্ট ২০২৫, ১২:০৩:৫১

জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাঁদের পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবারের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে শাকিব-বুবলীকে দেখা গেছে বেশ ঘনিষ্ঠ ও স্বাচ্ছন্দ্যে।

বিশেষ করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও তিনি সরাসরি কিছু বলেননি। তবে পরে এক অনুষ্ঠানে জানান, তিনি আগেই ১৫ জুন তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

এদিকে, অনেক ভক্ত ও সহকর্মী এই ছবি দেখে খুশি প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি ৩ আগস্ট ফেসবুকে শাকিব-বুবলীর কিছু ছবি পোস্ট করে লেখেন:

“এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কিছু সম্পর্কের টান এমনই হয়—সময়, দূরত্ব, নীরবতা কিছুই থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুটি মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই—তারা দুজনেই শেহজাদের মা-বাবা। এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে, আগের চেয়ে একটু বেশি শান্ত, পরিণত ও সম্মানপূর্ণ।”

চয়নিকা আরও লেখেন, সন্তানের পাশে মা-বাবা থাকা যে কোনো মানুষের জন্য প্রশান্তির। তিনি শাকিব-বুবলী এবং তাঁদের সন্তান বীরের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এই আবেগঘন পোস্টের প্রতিক্রিয়ায় বুবলীও প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন।

তিনি মন্তব্যে লেখেন: “আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? আপনি একজন দারুণ মানুষ। সবসময় দোয়া ও ভালোবাসা।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য