আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে শাস্তির মুখে পড়তে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর আচরণবিধি লঙ্ঘন করায়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ডেভিডের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়।
ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে। ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ইনিংসের পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবেলার পর ডেভিড দুই হাত প্রসারিত করে আম্পায়ারকে ‘ওয়াইড’ দেয়ার ইঙ্গিত দেন। কিন্তু আম্পায়াররা বিষয়টি ভালোভাবে নেননি। ম্যাচের আম্পায়াররা ছিলেন লেসলি রাইফার এবং জাহিদ বাসারাথ।
তবে, টিম ডেভিড এই ম্যাচে ৩০ রান করেন এবং অস্ট্রেলিয়া ৩ উইকেটের জয় পেয়ে মাঠ ছাড়ে। এর ফলে, পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন অস্ট্রেলিয়ার পেসার বেন ডাওয়ারশুইস।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য