মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

ছবি: সংগৃহীত
এবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), ও মো. মিহাত (১৭)।
আহতদেরকে তাৎক্ষণিকভাবে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহত ১০ জনই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রতীকীভাবে একটি ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। গত বছরের এই দিনে, দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকী বেলুনটি উড়ানো হয়। বেলুনটিতে থাকা গ্যাস বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য