মঙ্গলবার ৫ আগস্ট, ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ণ

তামিমের নির্বাচন করা নিয়ে যা বললেন ক্রিকেটাররা

৫ আগস্ট, ২০২৫ ১২:৫৯:৫৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন কমিটির জন্য আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৪ আগস্ট) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে শেষে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির আহবায়ক সেলিম শাহেদ।

ক্রিকেটারদের এ সংগঠনের নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থী হতে পারেন এমন আলোচনা শোনা যাচ্ছে। বিশেষ করে তার সভাপতি প্রার্থী হওয়ার আলোচনাটা বেশ জোরালো। তবে তামিম নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এ বিষয়ে খোলামেলা কোনো কথা বলেননি তার জাতীয় দলের সাবেক সতীর্থ মোহাম্মদ মিঠুন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। আমাদের ক্রিকেটারদের স্বার্থে যে কাজ করবে তাকেই আমরা নেতা হিসাবে মনোনয়ন দেব। দেখেন অনেকে ব্যক্তি স্বার্থে, অনেকে সবাইকে নিয়ে কাজ করে। লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে কাজ করবে।’

কেমন প্রার্থী খুঁজছেন এ বিষয়ে মিঠুন বলেন, ‘এই রকম ব্যক্তি আমরা খুঁজছি। যিনি আমাদের সবার কথা চিন্তা করবেন। শুধু প্রিমিয়ার, প্রথম শ্রেণির লিগ না, জেলা লিগ নিয়েও ভাববেন। জেলা লিগ যে হচ্ছে না এসবে নজর দেবেন। প্রতিটি জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবের দায় আছে। জেলায় যদি কোয়াবের একটা শক্ত ইউনিট থাকত সে কিন্তু জেলা কমিশনার, জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে পারত। খেলার চালুর ব্যাপারে উদ্যোগী হতো।’

আজকের সভায় তামিম ছিলেন না জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন উন্মুক্ত, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। ভোটাধিকার আমার আছে। আমি যাকে যোগ্য ও সঠিক মনে করব তাকেই ভোট দিতে পারব। তামিম ইকবাল আজকের সভার কোনো অংশ ছিল না। আজ আসেওনি।’

গত মার্চে গঠিত কোয়াবের একটি জরুরি সভায় আগের কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি ৮টি বিভাগের ৮ জন বর্তমান ক্রিকেটার এবং ৫ জন সাবেক জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে কয়েক ধাপে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি নেয়।

আজকের বৈঠক শেষে কোয়াবের অ্যাডহক কমিটির প্রধান সেলিম শাহেদ বলেন, ‘নির্বাচন আয়োজনে আমরা তিন সদস্যের একটি কমিশন গঠন করেছি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন বিসিবির পরিচালক ও মিডিয়া এবং আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তার সঙ্গে কমিশনে থাকবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির এমআইএস বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন নাসু।’

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন, ‘আগে কখনো কোয়াবে বর্তমান ক্রিকেটাররা সরাসরি যুক্ত ছিলেন না। এবার আমরা সক্রিয়ভাবে যুক্ত হচ্ছি। আমরা চাই না, শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নির্ভর করে কোয়াবের কার্যক্রম চলুক বা বন্ধ হয়ে থাকুক। ক্রিকেট আমাদের, তাই এর ভবিষ্যৎ নিয়েও আমাদেরই ভাবতে হবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD