প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ট্রেনে নাশকতার আশঙ্কা

৫ আগস্ট ২০২৫, ১২:৪৩:০৯

ফাইল ছবি

ট্রেনে নাশকতার আশঙ্কায় সবাইকে সতর্ক থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (৪ আগস্ট) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রুটে কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাথমিক সতর্কতা ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রতিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে এসব দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রেল কর্তৃপক্ষ আরও জানায়, সম্প্রতি কিছু ঘটনায় প্রতীয়মান হয় যে, রেলপথে দুর্ঘটনার জন্য রেল সংশ্লিষ্টদের বাইরে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৎপরতা রয়েছে যা নাশকতার পর্যায়ে পড়ে।

গত ৩ আগস্ট দিবাগত রাতে নাটোরের কাছে মাধনগরে রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রাখা ছিল, যেন চলমান ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। রেলওয়ের লোকাল কি-ম্যান এটা দেখে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। পরে শিকল অপসারণ করে ট্রেন চালনা করা হয়। বিষয়টি বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সুচিন্তিতভাবে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সবার ধারণা বলে জানিয়েছে রেলওয়ে।

দেশের যে কোনো স্থানে রেললাইন ও এর আশপাশে সন্দেহজনক কিছু দেখা গেলে বা রেললাইনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এমন কিছু লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে তা রেল কর্তৃপক্ষ অথবা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেছে বাংলাদেশ রেলওয়ে।

এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে অথবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করা যাবে। এসব ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য