‘ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চায় বাংলাদেশ’

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (০৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
ড. ইউনূসের মালেয়িশয়া সফরে শ্রম বিষয়ক চুক্তি সই নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, চুক্তি সই হবে কি না–এটা এখন বলা কঠিন। তবে অনেক অস্বস্তি বাংলাদেশ দূর করতে পারবে বলে আশাবাদী।
তিনি বলেন, এখানে শীর্ষ পর্যায়ের সফর হচ্ছে। এর সঙ্গে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে পূর্বের সম্পর্ক রয়েছে। এ বিষয়টিকে বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্র থেকে গত শনিবার ৩৯ বাংলাদেশিকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে। যদিও বাংলাদেশের অনুরোধ ছিল, যাতে অনিয়মিতদের সন্মানের সঙ্গে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র ভারতীয়দের একইভাবে ফেরত পাঠিয়েছিল। এগুলো নিয়ে বেশি কথা না বলাই ভালো।
সন্মানের সঙ্গে নাগরিকদের ফেরত পাঠানো নিয়ে ঢাকার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাইলেই আমাদের ইচ্ছামতো বিষয়টি হবে না।
গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতির কী উন্নতি ঘটেছে– জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, আত্মসন্মান বজায় রেখে সবার সঙ্গে পারস্পারিকভাবে বোঝাপড়ার ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছি। কোথাও সাফল্য পেয়েছি, কোথাও পাইনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য