মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফাইল ছবি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সৌদি আরবের মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিমদের দ্বিতীয় পবিত্র নগরী মসজিদে নববীর শহর মদিনা এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবান নগর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান এই স্বীকৃতির সনদ গ্রহণ করেন।
ডব্লিউএইচও’র স্বীকৃতি পেতে শহরটিকে ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়েছে।
এসবের মধ্যে রয়েছে—পর্যাপ্ত পার্ক ও হাঁটার স্থান, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য প্রচার ব্যবস্থা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং জরুরি প্রস্তুতি।
গভর্নর প্রিন্স সালমান বলেন, “মদিনার এই অর্জন নাগরিক জীবনমান উন্নয়নে সৌদি নেতৃত্বের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এবং এটি ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ ধাপ।” তিনি আরও বলেন, “মদিনার চলমান রূপান্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠছে।”
ডব্লিউএইচও সৌদি আরবের আরও ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জেদ্দা, তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।
মদিনা এই স্বীকৃতি আগে পেয়েছিল ২০২১ সালে। পুনরায় স্বীকৃতি পাওয়ার মাধ্যমে শহরটি স্বাস্থ্য, পরিবেশ এবং জীবনমানের উন্নয়নে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘Healthy Cities Programme’-এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়, যার মূল উদ্দেশ্য—নগর পর্যায়ে স্বাস্থ্যবান, টেকসই ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য