ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পেয়ে পাকিস্তান সিরিজ নিজেদের করে নিয়েছে। ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান টানা সাতটি সিরিজ জিতেছে।
পাকিস্তানের পক্ষে বল হাতে বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম সবচেয়ে বেশ কার্যকর ভূমিকা রাখেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের মাঝের ওভারে ক্যারিবিয়ানদের ওপর চাপ সৃষ্টি করেন যার ফলে একপর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ডেথ ওভারে কাজটি শেষ করেন রউফ ও হাসান আলী।
তবে রান তাড়ায় শুরুটা বেশ ভালোই করে ক্যারিবীয়রা। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে তারা। এরপর রস্টন চেজ ও অন্যান্য মিডল অর্ডার ব্যাটাররা ধীরগতির ইনিংস খেলেন ফলে চাপ বাড়তে থাকে। তবে অ্যালিক আথানেজ ৪০ বলে ৬০ রান করলে দলের ছন্দ বজায় রাখে।
১৬ ওভার শেষে উইন্ডিজের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ছিল তখনও ছয় উইকেট। ১৭তম ওভারে হারিস রউফ মাত্র ৮ রান দেন, আর ওভারের শেষ বলে রিটায়ার্ড আউট হয়ে ১২ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন চেজ। এরপর ১৮তম ওভারে বল হাতে আসেন সুফিয়ান মুকিম, ওই ওভারে তিনি মাত্র ৩ রান দেন এবং জেসন হোল্ডারকে ফিরিয়ে দেন।
এর ফলে শেষ দুই ওভারে উইন্ডিজের প্রয়োজন হয় ৩৮ রান। রউফ ১৯তম ওভারে ১৩ রান দেন, যার মধ্যে ছিল একটি ছক্কা। শেষ ওভারে ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ২৫ রানের। চাপের মধ্যে অভিজ্ঞ হাসান আলী প্রথম বলটি করেন ডট, দ্বিতীয় বলেই আউট করেন হাফসেঞ্চুরি করা শেরফান রাদারফোর্ড (৩৫ বলে ৫১ রান)। শেষ চার বলে গুড়াকেশ মোতি একটি করে চার ও ছয় মারলেও, ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তান ১৩ রানে নিজেদের জয় নিশ্চিত করে।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। প্রথম উইকেটে এই দুই বাঁহাতির জুটিতে ১৩৮ রান আসে। ফারহান ৫৩ বলে ৭৪ রান করেন আর সাইম ৪৯ বলে ৬৬ রান করে আউট হন। শেষদিকে হাসান নওয়াজের ৭ বলে ১৫ এবং খুশদিল শাহর ৬ বলে ১১ রান পাকিস্তানকে ১৮৯ রানে পৌঁছে দেয়।
প্রথম টি-টোয়েন্টি পাকিস্তান জয়লাভ করার পর দ্বিতীয় ম্যাচে শেষ বলে চার মেরে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। তবে শেষ ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নেয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য