ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা; বিচারের দাবিতে বিক্ষোভ
ছবি প্রতিনিধি, সংবাদবেলা
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ পুলিশ (সিআইডি) মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষের স্বাক্ষরিত ভিসেরা রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
রিপোর্ট প্রকাশের পর সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি দেয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নূ্র উদ্দিন, শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি, ছাত্র অধিকার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাতসহ শতাধিক শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেত দিবো না’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘খুন কেন আমার ভাই, খুনিদের রক্ষা নাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমার ভাই সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। এটা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই প্রশাসন যদি সুষ্ঠু তদন্তে ব্যর্থ হয়, তাহলে তারা নিজেদের পঙ্গু প্রশাসন হিসেবেই প্রমাণ করবে। এই ঘটনার অনেকদিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। প্রশাসন তালবাহানা করছে। আমরা চাই অবিলম্বে পিবিআই এর মাধ্যমে তদন্ত হোক এবং প্রশাসন স্ব উদ্যোগে হত্যা মামলা দায়ের করুক। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আর যেন কোনো সাজিদ প্রাণ না হারায় তা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থী জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পুকুরে আমাদের ভাইয়ের লাশ ভেসে উঠেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই সাজিদকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সাজিদের মায়ের চোখের কান্না ঝরিয়েছে অতি দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সাজিদ হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠব না।
শিক্ষার্থী নূর উদ্দিন বলেন, সাজিদের হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ১৭ তারিখ থেকে আমরা রাজপথে ছিলাম। যদি পিবিআই কিংবা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকারীদের ধরা না হয়, তাহলে ক্যাম্পাসকে শাটডাউন করে দেয়া হবে। আমাদের প্রশাসন বারবার আশ্বস্ত করেছে যে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা এখনো তদন্তের রিপোর্ট পাইনি। এখনো সাজিদের হত্যাকারী কাউকে এখনো গ্রেফতার করা হয় নাই। প্রশাসনকে বলছি আপনারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজিদ হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দেয়া হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য