ব্যক্তি করদাতাদের আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক: আদেশ জারি

৩ আগস্ট ২০২৫, ১১:৫৭:০০

ফাইল ছবি

২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর।

আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইটwww.ctaxnbf.gov.bdhttp://www.ctaxnbf.gov.bd/এর মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে চার শ্রেণির করদাতা এতে ছাড় পাবেন। তারা হলেন:

১/৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)

২/বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক

৩/মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সই করা আদেশে সব সরকারি-বেসরকারি দপ্তরকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি করসেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য