শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ

সাজিদের মৃত্যুর তদন্ত ও ক্যাম্পাস সংস্কারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

৩ আগস্ট, ২০২৫ ১২:৩৪:০৬
ছবি প্রতিনিধি, সংবাদবেলা

ইবি প্রতিনিধি: সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (২ আগস্ট) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনের সমাবেশে মিলিত হয়। এসময় তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লবের আকাঙ্খার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবি জানান।

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি ইউসুব আলী, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনটির পাচশতাধিক নেতা-কর্মী।

মিছিলে তারা ‘আমার ভাই মরলো কেন’ প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘জুলাইয়ের অঙ্গীকার, করতে হবে সংস্কার’ ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’, ‘ইবিতে ছাত্র সংসদ, চালু করো করতে হবে’, ‘জুলাইয়ের প্রশাসন, নিশ্চিত করবে আবাসন’, ‘নাপা সেন্টারের ডাক্তার, করতে হবে সংস্কার’, ‘সময়মতো পরীক্ষা চাই, সেশনজট চাই না ভাই’, ‘সনদপত্র তুলতে তালবাহানা, আর না আর না’, ‘কর্মকর্তা জমিদার, লাঞ্চ করতে দিন পার’ ইত্যাদি স্লোগান দেয়।

সংগঠনটির সেক্রেটারি ইউসুব আলী বলেন, আপনাদের এক বছর হয়ে গেছে কিন্তু আমরা এখনো তেমন কোনো সংস্কার লক্ষ্য করি নাই। কোনো মৌলিক সংস্কার করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ে এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় হয় নাই। বরং আমরা দেখেছি ভাইয়ের লাশ। প্রশাসনকে বলতে চাই সময় থাাতে আপনারা সাবধান হয়ে যান। কোনো তালবাহানা করবেন না। ক্যাম্পাসের সংস্কার করুন। আর না হয় ছাত্র শিবির ছাত্রদের আপনাদের মসনদ তছনছ করে দিবে।

সভাপতি মাহমুদুল হাসান বলেন, জুলাই বিপ্লবের এক বছরে এখনো বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংস্কার চেখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পরে আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, আমরা কথা বলার অধিকার পাবো, সনদপত্র তুলতে ভোগান্তি হবে না, চিকিৎসা কেন্দ্র সংস্কার হবে, ক্যাম্পাস ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হবে, গুম হওয়া ওয়ালীউল্লাহ এবং মুকাদ্দাস ভাইকে ফেরত পাবো। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে নাই। এর মধ্য দিয়ে প্রশাসন জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ক্যাম্পাস কতটা অনিরাপদ হলে আমাদের ভাইয়ের লাশ পুকুরে পাওয়া যায়। কিন্তু এর নির্ভরযোগ্য কোনো ফুটেজ বা তথ্য প্রশাসন দিতে পারে নাই। ক্যাম্পাস সংস্কারের দাবিতে আমাদের কেন মাঠে নামতে হবে। আমরাতো জুলাইয়ে মাঠে নেমেছি। আপনারা ক্যাম্পাস সংস্কারে মনোযোগ দিন, শিক্ষার্থীদের ভোগান্তি লাগবে করুন, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করুন। আর যদি না করেন তাহলে আপনাদের আসসালামু আলাইকুম বলতে বাধ্য হবো। আমরা শিক্ষার্থীদের স্বার্থ বিসর্জন দিয়ে প্রশাসনকে সহযোগিতা হতে পারবো না।

তিনি আরো বলেন, ছাত্র সংসদ গঠনে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন বলার পরেও আইনের দোহাই দিয়ে প্রশাসন ছাত্র সংসদ গঠনের পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু ইবির পরে প্রতিষ্ঠিত অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে পদক্ষেপ নিয়েছে। আপনার কেন পারছেন না? এই ভয়ে যে চেয়ার চলে যাবে? শিক্ষার্থীদের জন্য কাজ করলে তারাই আপনাদের চেয়ারে রাখবে। আর না হয় হাসিনাকে যেভাবে সরিয়েছে আপনাদেরও সেভাবে সরাবে। আপনারা সেশনজট নিরসনে শুধু সার্কুলার ছাড়া শিক্ষক নিয়োগের কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। কি মতলব আপনাদের? যখন টাকা খাওয়া যাবে তখন নিয়োগ দিবেন? এইসমস্ত তালবাহানা চলবে না। শিক্ষার্থীদের জন্য কাজ করুন, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলুন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া এর আগেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ও প্রধান ফটক অবরোধ করে কয়েকদফা আন্দোলন করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD