প্রচ্ছদ / ধর্ম ও জীবন / বিস্তারিত

২০২৬ সাল থেকে সড়কপথে হজ বন্ধের সিদ্ধান্ত মিশরের

৩ আগস্ট ২০২৫, ১২:২১:৪১

ছবি: সংগৃহীত

২০২৬ সাল থেকে সড়কপথে হজযাত্রা স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করছে মিশর সরকার। হজ ব্যবস্থাপনায় এটি দেশটির জন্য অন্যতম বড় পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। গালফ নিউজ

মিশরের পর্যটন চেম্বার ফেডারেশনের সদস্য হামজা আনাবি স্থানীয় গণমাধ্যমকে জানান, সৌদি আরব তাদের হজ মৌসুমে অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে এককভাবে চালানোর পরিকল্পনা করছে। ফলে বাইরের কোনো যানবাহন, বিশেষ করে মিশরের বাস আর সৌদিতে প্রবেশ করতে পারবে না।

হামজা আনাবি বলেন, ‘পবিত্র স্থানগুলোর ভেতরে হাজিদের পরিবহনের জন্য শুধুমাত্র সৌদি আরবের নিজস্ব পরিবহন ব্যবস্থাই ব্যবহার করা হবে। বাইরের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।’

এই পরিবর্তনের ফলে মিশরের হজ প্রোগ্রামগুলো নতুনভাবে সাজাতে হচ্ছে। তিনি বলেন, হজ খরচ যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে এবং একইসঙ্গে সেবার মান যেন বজায় থাকে, সেই লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করছে পর্যটন ফেডারেশন। ২০২৬ সালের হজের জন্য নতুন নির্দেশনা খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad