নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী লিজা
ছবি: সংগৃহীত
সহযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সব কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র ফাতেমা খান লিজা। শুক্রবার (১ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন লিজা বলেন, মূলত দুই কারণে নিজেকে গুটিয়ে নিয়েছি। তা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সহযোদ্ধাদের হেয় করছে আমাদেরই আপনজনরা। যাদের জন্য জুলাই অভ্যুত্থানে আমরা জীবনবাজি রেখেছিলাম। তারাও আমাদের পাশে থেকে সমানে লড়াই করেছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ তারাই আবার নারীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এসব কিছু কেন্দ্রকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। বৈষম্যবিরোধী প্ল্যাটফরমের কেন্দ্রীয় নেতারা নির্লিপ্ত থাকছেন।
তিনি বলেন, দেশের প্রয়োজন আমরা নারীরা সংগঠিত হয়েছি, আওয়ামী ফ্যাসিবাদের কবর রচনা করেছি। এরপর দেখলাম আমাদের মেয়েরা আন্দোলনে ছিল কিন্তু তারা হারিয়ে যাচ্ছে। তাদের সংগঠিত করলাম। নারীরা রাজনীতিতে আসতে আগ্রহী হলো। তখনই অনেকেই বাঁকা চোখে দেখা শুরু করল। মিথ্যা অভিযোগ আরোপ শুরু করল। এসব আর ভালো লাগছে না বলেই সব কিছু থেকে গুটিয়ে নিলাম।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে নারীদের মধ্যে জোরালো ভূমিকা যারা রেখেছেন তাদের অন্যতম চট্টগ্রাম কলেজে অনার্স প্রথম বর্ষের ফাতেমা খানম লিজা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কমিটি ঘোষণা করলে চট্টগ্রাম মহানগরের মুখপাত্রের পদ পান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য