রমজানে প্রয়োজনীয় অনেক পণ্যে স্বপ্ন’র বিশেষ ছাড়

৮ মার্চ ২০২৪, ৩:৫৩:২৪

রমজান মাস শুরুর আগে বেশকিছু ভোগ্যপণ্যের দাম ইতোমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে। প্রতি সপ্তাহে সুপারশপ স্বপ্ন বেশকিছু পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে। এছাড়া রমজানের প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়।

স্বপ্ন জানিয়েছে, ৮-৯ মার্চ বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন আউটলেট থেকে কেনা যাবে।

বিশেষ ছাড়ে পাওয়া যাবে:
ছোলা, খোলা চিনি, দেশী পিয়াঁজ, নতুন আলু, ফার্ম এর ডিম, গরুর মাংস, গলদা, রুই মাছ, মিনিকেট প্রিমিয়িাম চাল, নাজিরশাল প্রিমিয়াম চাল, পুষ্টি সয়াবিন তেল, এসিআই অ্যারোমা/পুষ্টি চিনিগুড়া চাল, এসিআই লবন, মসুর ডাল, ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডার, ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা, ট্যাং পাউডার ড্রিংক ওরেন্জ/ম্যাংগো (জার), ট্যাং পাউডার ড্রিংক ওরেন্জ/ম্যাংগো, নিউট্রোলাইফ জুস, গোল্ডেন হারভেস্ট প্রিমিয়াম পরাটা, রাধুনী হালিম মিক্স, এসিআই পিউর চিক বেসন, এসিআই অ্যারোমা/স্বপ্ন মাস্টার্ড ওয়েল, সার্ফ এক্সেল, এসিআই অ্যারোসোল স্প্রে, সানসিল্ক স্ট্যানিং বি-শাইন শ্যাম্পু।

এছাড়া মুড়ি, চিড়া, মসলা, বেবী ডায়পারসহ নানা পণ্যে থাকবে ছাড়। এসিআই/পুষ্টি-এর আটা ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৭ টাকা ছাড়।

পরিবারের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এর বাইরেও খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য