বাংলাদেশের রাস্তায় নেচে যাওয়া সেই নোয়েল ভারতে আটক

এবার ভারত সফরে গিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফরম্যান্স করার সময় অতিরিক্ত ভিড় হওয়ায় পুলিশ তাদের আটক করে। একই দিনে আরও এক জার্মান কনটেন্ট ক্রিয়েটরকেও আটক করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল এবং ২ কোটির বেশি ফলোয়ারধারী ইউনেসকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ কিছু সময়ের জন্য হেফাজতে নেয়।
নোয়েল মূলত তার চমকপ্রদ স্ট্রিট ডান্স এবং হঠাৎ অ্যাফ্রো হেয়ার প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। ওইদিনও পারফর্ম করতে গিয়ে এত বড় জনসমাগম হয় যে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
নোয়েল পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটকে রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!’
এর আগে মুম্বাইয়ে এক পুলিশ অফিসারের সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। উল্লেখ্য সম্প্রতি ঢাকায় এসেছিলেন নোয়েল। রাজধানীর উল্লেখযোগ্য বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন তিনি। যেখানে ছিল সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থাপনাও।
ঢাকায় নোয়েল যেখানেই পা রেখেছেন সেখানেই নেচেছেন, মাতিয়েছেন দর্শক শ্রোতাদের। তার সঙ্গে গুলশানের রাস্তায় নাচতে দেখা গেছে বাংলাদেশি নৃত্যশিল্পী হৃদি শেখকেও। এছাড়াও সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও আড্ডা দিতে দেখা গেছে তাকে।
এদিকে চার্চ স্ট্রিটে একই কারণে আটক হন ইউনেস জারু, যিনি ইউরোপের অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও করায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য