শনিবার ২ আগস্ট, ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ণ
 

তাসকিনের ঘটনার পর নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি

৩০ জুলাই, ২০২৫ ১২:০৮:০৭
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারকে মাঠের বাইরের ঘটনায় খুব একটা আলোচনায় আসতে দেখা যায় না। তবে হঠাৎ করেই গতকাল (সোমবার) তার বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। এমনকি তাসকিনের নামে মিরপুর থানায় জিডি করা হয়েছে। যদিও বাংলাদেশি এই তারকা ক্রিকেটার সেসব অস্বীকার করেছেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের সঙ্গে এই ঘটনার পর ক্রিকেটারদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু একইসঙ্গে জানিয়েছেন, তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ নিয়ে এখনই পদক্ষেপ না নিয়ে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় বিসিবি।

মিঠু বলেন, ‘আগে দেখি তাসকিনকে নিয়ে অভিযোগ সত্যি কি না। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্তও চলছে। ফলে এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়।’ বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসকিন বলেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। একটি জিডি হয়েছে, এখন পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।’

এদিকে, বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে কর্মশালা আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ইফতেখার আহমেদ, ‘জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে ছোট একটি ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, তারা কী করতে পারবে আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের আদর্শ। ভক্তদের প্রতি তাদেরও কিছু দায়িত্ব আছে।’

প্রসঙ্গত, তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তাসকিন বলেন, ‘এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।’

পরবর্তীতে এক ফেসবুক পোস্টে এই তারকা পেসার লেখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনও মিথ্যা হয় না।’

উল্লেখ্য, জাতীয় দলে আসার পর থেকেই তাসকিন ছিলেন বোর্ড এবং খেলোয়াড়দের গুডবুকে। কখনো বোর্ডের নির্দেশ অমান্য করে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে যাননি। সেই তাসকিনকে নিয়ে এখন এত বড় অভিযোগ! সময়ের সঙ্গে বড় তারকা ট্যাগ পাওয়া তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগকে রীতিমতো দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD