গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপি: নাহিদ

ছবি: সংগৃহীত
এবার গোপালগঞ্জ নয়, গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপির নেতা-কর্মীরা। এনসিপির লড়াই এখনো শেষ হয়নি, লড়াই চলছে। আজকেও সন্ত্রাসীরা মহড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে ভয় দেখাতে। তাদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শহীদের স্মরণে ও জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদীরা মুছতে পারবে না। এখানে আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রজনতা। গাজীপুর থেকেও মুজিববাদের কবর রচিত হবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বরণ করে নিতে গাজীপুরের এনসিসি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগেই মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ কানায় কানায় ভরে যায় ছাত্র-জনতার অংশগ্রহণে।
এ সময় তাঁদের সাথে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদসহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য