ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে অদ্য ২৮ জুলাই ২০২৫ খ্রি., রোজ সোমবার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বিজনেস স্টাডিজ বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৫ (৬০তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।
মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। নিজেকে সংকীর্ণ করার কোন স্থান বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের সম্মানিত ডিন ড. ফারুক হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগামী চার বছরের শিক্ষাজীবন শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।
এক্সট্রাকারিকুলার কার্যক্রমের মাধ্যমে বাস্তব জীবনমুখী দক্ষতা অর্জন করতে হবে এবং অনেক কিছু শিখতে হবে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যেন ভবিষ্যতে বাস্তব জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারো এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় আরও বক্তব্য রাখেন ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব নূর হাছান মাহমুদ খান এবং অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান।
অনুষ্ঠানের আয়োজন কমিটির সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক জনাব রাবেয়া বসরী, প্রভাষক জনাব মো: মেহেদী হাসান, প্রভাষক জনাব মো: সিরাজুম মুনির, প্রভাষক জনাব মোঃ আল মামুন স্বাধীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জনাব খাদিজা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ কুতুবউদ্দিন নাহিদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাইয়্যেবা আফরোজ।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক ও বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিজনেস ক্লাবের সদস্যরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য