প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

নৌকা না পেয়ে সাঁতরে ব্রহ্মপুত্র পাড়ি, মাঝনদীতে মৃত্যু

৭ মার্চ ২০২৪, ৪:৪৯:৩৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাঁতরে ব্রহ্মপুত্র নদ পার হতে গিয়ে ফাহিম মিয়া (১৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের গলাকাটা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম মিয়া উপজেলার পাঁচভাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের মো. উজ্জ্বল মিয়ার ছেলে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ফাহিম মিয়া, আরও দুই নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর মিয়া ও আহাম্মদ মিয়া প্রতিদিনের মতো কাজ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষার পরও ঘাটে নৌকা না পেয়ে তিনজন মিলে সাঁতারে নদীর পার হতে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন।

সাঁতারে নদের গলাকাটা ঘাট এলাকায় গিয়ে ফাহিম ডুবে যান। তার সঙ্গে থাকা দুইজন অনেক খোঁজাখুঁজি করেও ফাহিমের কোনো সন্ধান পাননি। পরে জাহাঙ্গীর মিয়া ও আহাম্মদ মিয়া তীরে এসে তার আত্মীয় স্বজন, স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় ব্রহ্মপুত্র নদে খোঁজাখুঁজি করেন। নিখোঁজের প্রায়ই আড়াই ঘণ্টা পর রাত ৯টার দিকে গলাকাটা ঘাট এলাকা থেকে ফাহিমের মরদেহ উদ্ধার হয়।

নিহত ফাহিমের সঙ্গে থাকা জাহাঙ্গীর বলেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাটে এসে দেখি নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও নৌকা না পেয়ে তিনজন মিলে সাঁতরে নদী পার হওয়ার সময় হঠাৎ ফাহিম তলিয়ে যেতে থাকে। তখন আমরা দুইজন চেষ্টা করেও তাকে ধরতে পারিনি।

ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, নিহত শ্রমিকের মরদরহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য