ইউআইটিএস-এ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ০৯ টায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
বর্তমানে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা দমন ও বংশ বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশেপাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু বিস্তারের ঝুঁকি কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়াও, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য