প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত

২৪ জুলাই ২০২৫, ২:৫২:০৪

এবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে ৪৯ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এটি একটি অ্যানটোনভ-২৪ (Antonov AN-24) মডেলের যাত্রীবিমান, যা ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা শহরের দিকে যাত্রা করছিল।

এই ঘটনাটি ঘটে ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার। যাত্রাপথে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। পরে উদ্ধারকারী একটি হেলিকপ্টার টিন্ডা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকার ধ্বংসাবশেষের মধ্যে বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখতে পায়।

উদ্ধারকারীদের ভাষ্যমতে, উপরের দিক থেকে কোনো জীবিত ব্যক্তির অস্তিত্ব দেখা যায়নি।

আমুর অঞ্চলের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে ২৫ জন উদ্ধারকর্মী এবং ৫টি যন্ত্রপাতিসহ একটি দল পাঠানো হয়েছে। আরও ৪টি উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য