প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

মাইলস্টোনের শিক্ষার্থীদের পাশে নগরবাউল জেমস

২৪ জুলাই ২০২৫, ১২:১৯:২৬

ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত শিক্ষার্থীদের স্মরণে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি তিনি—ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নিয়েছেন এক মানবিক সিদ্ধান্ত।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন জেমস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তিনি একের পর এক কনসার্টে অংশ নিচ্ছেন। এ তালিকায় রয়েছে ২৫ জুলাই পেনসিলভেনিয়ার ‘দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে’ অনুষ্ঠিতব্য “নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি” শো-ও। এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।

রিভারাইনের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। জেমসের লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় দেয়া হবে।

এছাড়া জেমস নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় লেখেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত। যারা আহত হয়েছেন এবং তাদের পরিবার যাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে, তাদের জন্য রয়েছে আমাদের আন্তরিক প্রার্থনা। সেই সঙ্গে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যাঁরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য