সংকটে পড়লে বিএনপি-জামায়াতকে স্মরণ করেন ড. ইউনূস: আনিস আলমগীর

সংগৃহীত
এবার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ক্রাইসিসে (সংকটে) পড়লে ড. ইউনূস বিএনপি-জামাতকে স্মরণ করেন। তিনি বলেন, সুযোগ বুঝে তার (ড. ইউনূসের) নিয়োগকর্তাদের দল এনসিপিকেও দাওয়াত দেন। এটা খুবই ভালো লক্ষণ। গতকাল (মঙ্গলবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।
আনিস আলমগীর বলেন, যেকোনো সংকটে সবার মতামত নিয়ে আগাতে হয়। কিন্তু ইউনূস সাহেবের সেটা মনে পড়ে শুধু তখনই, যখন তার গদি নিয়ে টানাটানি হয়, রাস্তায় স্লোগান ওঠে। তিনি বলেন, যে সুযোগ আল্লাহ ড. ইউনূসকে দিয়েছিলেন, তিনি তা মিসইউজ (অপব্যবহার) করেছেন। জন্ম থেকেই ঘৃণা ও বিদ্বেষে জর্জরিত বাংলাদেশি নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক সুযোগ তার হাতে ছিল।
কিন্তু সেটাকে তিনি নিজেই নস্যাৎ করেছেন। মব বাহিনী গড়ে তুলে জাতির কপালে নতুন করে দুঃখ ডেকে এনেছেন। তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে, শিক্ষা সংকটে, আইনশৃঙ্খলার কোনো তোয়াক্কা নেই। সরকার কে চালায়, সেটাই জাতি বোঝে না।
আসল ক্ষমতায় কে— বিএনপি না জামাত? নাকি ড. ইউনূস নিজেই, আর তার স্নেহধন্য এনসিপি? সিনিয়র এই সাংবাদিক বলেন, আমি হতাশ— চরম হতাশ। এই জাতি ৭১ দিয়ে পারেনি, ৯০ দিয়েও পারেনি, এমনকি ২০২৪ দিয়েও নিজেদের জীবনে কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। এখন আবার যদি কেউ আন্দোলনের স্বপ্ন দেখে, আবার যদি কেউ অভ্যুত্থান বা বিপ্লব প্রত্যাশা করে— তবে বুঝে রাখা ভালো, মানুষ আর স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামবে না। বাঙালি জাতি বারবার দেখেছে— ক্ষমতায় যারা যায়, তারা ভুলে যায় গদি চিরস্থায়ী নয়। কার কখন গদি উল্টে যায়, কেউ জানে না। শেখ হাসিনাও সেটা ভাবেননি এবং দুর্ভাগ্যজনকভাবে ড. ইউনূসও ভাবছেন না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য